
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও ডীন এভিনিউ মসজিদে জুমার নামাজে সন্ত্রাসী হামলায় জাতিসংঘের ভূমিকায় মুসলিম উম্মাহ হতাশ বলে জানান,ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুর রকিব । মুসলিম দেশগুলোকে নিয়ে অবিলম্বে নতুন জাতিসংঘ গঠন করার আহ্বানও জানান তিনি।
আজ সকাল ১০ টায় ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরীর উদ্যোগে নিউজিল্যান্ডে মসজিদে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে থানা প্রতিনিধি সম্মেলন পুরানাপল্টস্থ কার্যালয়ে নগর ইসলামী ঐক্যজোট সভাপতি মাওলানা মোঃ ইলিয়াছ আতহারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্ত্যেবে এ কথা বলেন।
এতে বক্তব্যে রাখেন, মহাসচিব মাওলানা অধ্যাপক আব্দুল করিম খান, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধ মাওলানা শওকত আমিন, মাওলানা আশরাফ আলী, ঢাকা মহানগর সহ-সভাপতি মুফতি বরকত উল্লাহ, মাওলানা রাশেদ বীন নুর, মাওলানা কাজী জোবায়ের মাসুদ, পীরজাদা সৈয়দ মোঃ হাছ্ছান, সাধারন সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন আনছারী, যুগ্ম সম্পাদক মাওলানা আরমান হোসাইন, মাওলানা নাজমুল হক, সহকারী সম্পাদক মাওলানা এনামুল হক, মাওলানা রবিউল হোসাইন, শামিমুজ্জামান আজাদ, ইসলামী ছাত্র সমাজ সভাপতি এ.এস.এম হাবিবুর রহমান ও মহাসচিব আরিফ মাহমুদ, প্রমুখ নেতৃবৃন্দ।
তিনি বলেন, বিশ্ব মুসলিম সস্প্রদায় এই নেক্কার জনক ঘটনায় স্তব্ধ ও শোকাহত। আমি হামলাকারীদের তীব্র নিন্দা জানাই। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মসজিদে নামাজরত অবস্থায় এমন কাপুরুষিত হামলা মুসলমান মাত্রই মেনে নিতে পারে না। উগ্র খ্রিস্টান সন্ত্রাসীদের হামলায় শহীদ ও হতাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও কাপুরুষিত সন্ত্রাসী হামলার নিন্দা জানাই।
তিনি আরো বলেন, এই সন্ত্রাসী হামলায় নিউজিল্যান্ডের আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীকে প্রশ্নবৃদ্ধ করেছে। সন্ত্রাসী হামলায় অভিবাসীদের নিরাপত্তার প্রশ্ন দেখা দিয়েছে। হামলায় জড়িতদের ফাঁসি ও আর্ন্তজাতিক তদন্তের দাবী জানাচ্ছি।
নেতৃবৃন্দরা বলেন গ্যাসের মূল্য বৃদ্ধি করা অযৌক্তিক। এতে করে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নাভিশ্বাস হয়ে উঠবে। গ্যাস ও বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে জনগন তা মেনে নিবে না। প্রেস বিজ্ঞপ্তি