
মোঃ মোস্তফা মিয়া, পীরগঞ্জ প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১ নং চৈত্রকোল ইউনিয়নের বড় জানপুর গ্রামের আগুন লেগে ব্যপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে।
২৪ মার্চ (রবিবার) সন্ধার সময় বিদ্যুতের সর্টসার্কিট হতে আগুনের সুত্রপাত ঘটে, চার পরিবাবরের প্রায় ২০ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থরা হলেন আলেম উদ্দিনের পুত্র রশিদ মিয়া ও আনিছার রহমান, রশিদ মিয়ার পুত্র বাতেন মিয়া, বাবু মিয়ার পুত্র শামিম মিয়া, সকলের বাসা একই গ্রামে।
ক্ষতিগ্রস্ত (বাতেন ,আনিছার, রশিদ, শামিম সহ ৪ টি) পরিবাবরের লোকজনের সাথে কথা হলে তারা জানান, ‘হামার সউগ শ্যাষ হয়া গেইচে। আগুন পুড়ে গেছে হামার সবার বাড়ি এতো দিনের সংসার। খাওয়ার চাউল নাই, পরনোত কাপড় নাই, থাকার জায়গা নাই’। এভাবে আহাজারি করছিলেন ক্ষতিগ্রস্থরা।
সরেজমিনে- গিয়ে দেখা গেছে, বাড়িগুলোর সবকিছু আগুনের লেলিহান শিখায় পুড়ে ভুষ্মীভুত হয়েছে। ঘরে থাকা ধান, চাল, সাইকেল, আবসাবপত্র, স্বর্ণলংকার, নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা প্রায় আনুমানিক ৬-১০ মিনিটের সময় ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সুত্রপাত ঘটে। নিমিশেই আগুন পাশ্ববর্তী ৪টি পরিবারের ১৩টি রুমে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যার্থ হন এবং পীরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।