
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন,
পশ্চিমারা বিশ্বব্যাপী জঙ্গি ও সন্ত্রাসের সৃষ্টি করে অস্ত্রের বাজার তৈরির জন্য পৃথিবীকে তছনছ করছে। পশ্চিমারা আসলে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে।
শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে ‘দুঃস্থ অসহায় মানুষের মাঝে রিকশা ও ভ্যান বিতরণ কর্মসূচি’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দলের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী।
বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
তিনি বলেন, ‘ধন্যবাদ শেখ হাসিনাকে, তিনি শুধু মৌখিক নয় জঙ্গি নির্মূলে কার্যকর পদক্ষেপ নিয়েছেন। যারা হলি আর্টিজানের পর সর্ববৃহৎ ঈদের জামায়াত শোলাকিয়ায় বোমা হামলা চালানোর পরিকল্পনা করতে পারে – এরা ধর্ম চায় না, ইসলামও চায় না। এরা চায় ফায়দা হাসিল করতে।
নিউজিল্যান্ডে গতকাল ঘটে যাওয়া নারকীয় হত্যাযজ্ঞের প্রসঙ্গ টেনে সাবেক এ মন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে একটি উন্মাদীয় অবস্থা চলছে। আমি উন্নত বিশ্বের উদ্দেশে বলবো, এদের সৃষ্টি করেছে কে? আমি বলব এদের সৃষ্টি করেছেন আপনারা। লাদেনের জন্ম দিয়েছিল কে? এই আপনারা….আমরা সিক্রেট ডকুমেন্টরিগুলোতে দেখেছি আমেরিকার ঘাঁটির কয়েক’শ কিলোমিটার গজের মধ্যে লাদেন বসবাস করত। আপনারা সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে। এই হলেন আপনারা, জঙ্গি কার্যকলাপের সারা পৃথিবীর শান্তি বিঘ্নিত করছেন।’
বিএনপি-জামায়াতের প্রচারণায় এদেশে জঙ্গি সৃষ্টি হয়েছিল বলেও অভিযোগ করেন মতিয়া।