
গাইবান্ধার পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির পরপরই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাখফিরাত কামনা করে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। স্থানীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের পক্ষে প্রতিনিধি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, প্রেস ক্লাব, গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের সমূহের নেতৃবৃন্দের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে-সাথে সরকারি-বেসরকারী, ব্যবসা-প্রতিষ্ঠান ও বাসা-বাড়ীতে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় স্থানীয় এস.এম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সকাল পৌনে ৯টায় বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গালর্স গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, ১০টায় বালক ও বালিকাদের খেলাধুলা, সাড়ে ১০টায় মহিলাদের খেলাধুলা। দুপুরে স্থানীয় এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎকার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, এএসএম রফিকুল ইসলাম রিপন, আওয়ামী লীগ নেতা আমেরিকা প্রবাসী নুরুন্নবী প্রধান সবুজ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান। বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।