
‘ভোটার হব-ভোট দেব’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে ১ মার্চ প্রথম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান ও এসআই সঞ্জয় কুমার প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।