ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)ও হল সংসদ নির্বাচনের ফল প্রত্যাখান করে কারচুপির নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, ছাত্রদলের প্যানেল থেকে ডাকসু নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খন্দকার আনিছুর রহমান (অনিক), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী খোরশেদ আলম সোহেলসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ডাকসুর ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ১১ মার্চের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে। এই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাচনকে কলঙ্কিত করেছে। এই কলঙ্কিত নির্বাচনের সাথে ভিসি জড়িত। ১১ মার্চে কোনো নির্বাচন হয়নি, ছাত্রলীগের ভোট জালিয়াতি হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল এই নির্বাচন প্রত্যাখান করেছে। যারা এই কারচুপির নির্বাচনের সাথে জড়িত তাদের পদত্যাগের দাবি জানাচ্ছি, শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। এই নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করছি।
এসময় জিএস প্রার্থী অনিক বলেন, ১১ মার্চের নির্বাচন ছিল একটি দলকে জিতিয়ে দেয়ার আয়োজন। এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় যে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে তা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছে। এই নির্বাচনকে বাতিল করে আমরা পুনঃতফসিলের দাবি জানাচ্ছি।
এসময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। বিক্ষোভ থেকে দে দে আগুন দে, দালাল ভিসির গদিতে, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, আমরা শক্তি আমরা বল, জাতীয়তাবাদী ছাত্রদল, প্রহসনের নির্বাচন, বাতিল কর করতে হবে, দিবারাত্রির নির্বাচন, ছাত্রদল মানে না সহ নানান স্লোগান দেয়া হয়।