
আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংর্ঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৮ জন। আহতদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আফতাব সরদার (৫০) এবং রতন মোহন্ত (৩৮)। শনিবার রাতে তাদের মৃত্যু হয়। সংঘর্ষের সময় মোসলেমগঞ্জ বাজারে ১০ থেকে ১২টি দোকানে ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটেছে।
জয়পুরহাটের পুলিশ সুপার রশিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাচন পরবর্তী কালাই উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুল ইসলাম মিলন এবং উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী জাদার গ্রুপের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।