ভোটার হব, ভোট দিব এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১লা মার্চ রোজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিন শেষে উপজেলা বিডি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন। উপজেলা নির্বাচন কর্মকর্তা বজেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ওসি(তদন্ত) আফজাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্নঃ সাধারন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, অধ্যক্ষ এ কেএম আব্দুন নূর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।