গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষন করে বিডি হলে এক আলোচনা সভা ওপুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদিপ কুমার সরকার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক,গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল হামিদ, সহকারী প্রকৌশলী মতিয়ার রহমান,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা আক্তার সহ শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ এ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।শেষে উপজেলা ত্রান ও দুর্যোগ বিষয়ক অধিদপ্তরের সহায়তায় গ্যাস সিলিন্ডার,বা বসতবাড়ীতে দুর্ঘটনায় আগুন লাগলে নিভানোর প্রদ্ধতি দেখাতে ফায়ার সার্ভিস কর্মীদের উপস্থাপনায় একটি জনসচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়।