ইসলামি আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সভা
১৭মার্চ রবিবারে বিকালে মানববন্ধন অনুষ্টিত হইছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে খৃষ্টাব্দ কর্তৃক নামাজরত মুসল্লীদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে। উক্ত মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা করেন, ইসলামি যুব আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য হাফেজ মাওলানা মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন,তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আজ দিকে দিকে মুসলিমরাই নিপিড়ীত তবুও তাদেরকেই জঙ্গি বলা হয়। অথচ সারা বিশ্বের সবখানেই মুসলমানদের শহিদ করা হচ্ছে বিভিন্ন ভাবে নিপীড়ন করা হচ্ছে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে আবার উল্টো তাদের উপরেই দোষ চাপানো হচ্ছে, এমতাবস্থায় সারাবিশ্বের মুসলিম নেতাদের এগিয়ে আসার আহবান জানান। এবং ঐ হত্যা কারীর এমন বিচার দাবি করেন যা সারাবিশ্বে নজির হয়ে থাকে।এবং আরো আলোচনা করেন ইসলামি আন্দোলন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন রাজু, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,যুব আন্দোলন গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মাসউদুর রহমান,বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু,উপজেলা পৌর সভাপতি মাওলানা মেহেদী আল মারুফ ও থানা মসজিদের খতীব মুফতি আতাউর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে সভাপতি শহীদদের প্রতি সমবেদনা ও আগামিতে সঠিক ভাবে তদন্ত করে সুষ্ঠ বিচার চেয়ে দোয়ার মাধ্যমে মানববন্ধন শেষ করেন।