
৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা সদর থানা পৌরসভাস্থ ০৩নং ওয়ার্ডের মোঃ আজিজার রহমান সরকার (৬০), পিতা- মৃত আঃ আবুল হোসেন সরকার, সাং- গাইবান্ধা সসদরের সুখনগর (নারায়নপুর), গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সরকার পাড়া গ্রামের ইসাহাক আলী পুত্র মোঃ আকাশ হোসেন (২২), স্থায়ী সাং- উত্তর ফরিদপুর, থানা- সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধাকে ৫০৩ পিচ ইয়াবাসহ আটক করে।
উদ্ধারকৃত ইয়াবার মুল্য আনুমানিক ১,৫০,৯০০/=টাকা। পরবর্তীতে আসামী আকাশ হোসেন এর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু হয়েছে।