
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিহত চার পুলিশ সদস্যের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে তদন্ত কেন্দ্রে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাহাদ গাওহারি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ সোলেমান আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহফুজার রহমান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএম হাবীব সরকার, পৌর মেয়র আব্দুল্লাহ্ আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, আশরাফুল ইসলাম লেবু, আব্দুল হান্নান, হাফিজা বেগম কাকলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, দপ্তর সম্পাদক রাকীব মোঃ হাদীউল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা ও দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল প্রমূখ। এর আগে অতিথিদের সাথে নিয়ে পুলিশ সুপার নিহত চার পুলিশের স্মৃতি স্তম্ভে ফুলের শুভেচ্ছা ও সালাম প্রদান করেন। শেষে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ, ২০১৩ সালের এইদিনে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে তার ভক্তরা নারকীয় তান্ডব চালিয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেন। নিহত চার পুলিশ সদস্য হলেন- তোজাম্মেল হোসেন, বাবলু মিয়া, হয়রত আলী ও খাজা নাজিম উদ্দিন (জিআরপি)।