
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কালিবাজারস্থ থানার নতুন ভবন আজ রবিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে । প্রধান অতিথি হিসাবে থানা ভবনের উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
এসময় জাতীয় সংসদের ডিপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি, সুন্দরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি,রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য,জেলা প্রশাসক আব্দুল মতিন,পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের উপজেলা চেয়ারম্যান বৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মাদক বিরোধী সমাবেশে ৭৪ জন মাদক কারবারি স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট আত্মসমর্পন করেন।