
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদের গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নিলে, তাদের বিরুদ্ধে জোটগতভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আজ রবিবার সকালে, রাজধানীতে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে কৃষকদলের নতুন আহ্বায়ক কমিটির শ্রদ্ধা জানানো শেষে, সাংবাদিকদের একথা বলেন তিনি।
ড. খন্দকার মোশাররফ বলেন, বিষয়টি নিয়ে জোটে আলোচনা করা হবে। গণফোরামের বিজয়ী প্রার্থীরা সংসদে গেলেও ঐক্যফ্রন্টের ঐক্যে কোনো সমস্যা হবে না।
এদিকে, ঐক্যফ্রন্টের দুই নেতা বলেছেন, জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই তারা শপথ নিতে যাচ্ছেন।