
গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার বিকেল ৪টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আসেন তিনি। এর আগে হাসপাতালে গিয়ে ওবায়দুল কাদেরের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদের। তার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে বিএসএমএমইউ প্রো-ভিসি মো শহীদুল্লাহ সিকদার বলেছেন, ‘উনার অবস্থা ক্রিটিক্যাল। আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। তার পরিবার ও প্রধানমন্ত্রী চাইলে তাকে বিদেশে পাঠানো যেতে পারে।’
বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়–য়া প্রধানমন্ত্রীকে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান।
সিনিয়ির আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রমুখ প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী প্রায় ৪০ মিনিট হাসাপাতালে অবস্থান করেন।
এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়।