
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন আওয়ামীপন্থি আইনজীবী এ এম আমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে বিএনপির এ এম মাহাবুব উদ্দিন খোকন।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা হয়। নির্বাচন উপ-কমিটির আহবায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।
বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী (নীল) প্যানেল একটি সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও একটি সহ-সম্পাদক ও ৪টি সদস্যসহ মোট ৮ পদে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা) প্যানেল পেয়েছে সভাপতি, একটি সহ-সভাপতি, একটি সহ-সম্পাদক ও ৩টি সদস্যসহ ৬টি পদ।
এর আগে উৎসবমুখর পরিবেশে বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মাঝখানে বিরতি দিয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। মোট ৭ হাজার ৮‘শ ২৫ জন আইনজীবী ভোটারের মধ্যে ৬ হাজার ১’শ ৩৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী হয়েছিলেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা) ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলে এ নির্বাচন করেন। এছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন নীল প্যানেলের আব্দুল বাতেন ও সাদা প্যানেলের মো. জসিম উদ্দিন।
কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন নীল প্যানেলের মো. ইমাম উদ্দিন।
সহ-সম্পাদক পদে জয়ী হয়েছেন সাদা প্যানেলের কাজী শামছুল হাসান শুভ এবং নীল প্যানেলের শরিফ ইউ আহমেদ।
সদস্য প্রার্থীদের সাতটি পদের ফলাফল জুমার নামাজের পর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক।