
ভারতীয় ক্রিকেটারদের আর্মি টুপি পরা নিয়ে সমালোচনা শুরু করেছে পাকিস্তান। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে বিচার দাবি করার আহ্বান জানাচ্ছেন দেশে পররাষ্ট্রমন্ত্রী।
এর গত শুক্রবার রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেনাদের টুপি পরে খেলেন বিরাট কোহালিরা। কাশ্মীর হামলায় নিহত সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ কর্মসূচী পালন করে তারা।
একে ক্রিকেটকে অপমান ও কলুষিত করা বলে মনে করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি বলেন, নিজেদের ক্যাপ বাদ দিয়ে সেনা টুপি পরে খেলেছেন ভারতীয় ক্রিকেটাররা। গোটা বিশ্ব তা প্রত্যক্ষ করেছে। প্রশ্ন ছুড়ে দেন-আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কী তা দেখেনি?
কুরেশি বলেন, আমি মনে করি, এ ঘটনা পর্যবেক্ষণ করা আইসিসির নৈতিক দায়িত্ব। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এর সঙ্গে না জড়িয়ে সংস্থার উচিত এ নিয়ে কথা বলা এবং সময়োপযোগী পদক্ষেপ নেয়া। অবশ্য আইসিসির সঙ্গে পিসিবির আলোচনা করাও দরকার।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর জোরালো দাবি, এ বিষয়ে অবশ্যই আইসিসির কিছু করা উচিত। সর্বপ্রথম ব্যাপারটি সামনে আনেন দেশটির তথ্যমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন। ধীরে ধীরে সেই দাবি পাকাপোক্ত হচ্ছে।
এটি ছিল পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে। এ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে টিম ইন্ডিয়া। তবে এখনো সিরিজে এগিয়ে আছে স্বাগতিকরা। ২-১ ব্যবধানে সিরিজ বিদ্যমান। উল্লেখ্য, এ কাণ্ডকে পাকিস্তান দুয়ো দিলেও ভারতজুড়ে চলছে ধোনি-কোহলিদের বন্দনা।