
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুরান ঢাকা থেকে ক্যামিকেলের গোডাউন সরাতে যতই বাধা আসুক টাস্কফোর্স অভিযান চালাবেই।
সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
২৫ মার্চ রাত ৯টায় সারাদেশে ১ মিনিট ব্ল্যাকআউট পালন করা হবে। তবে কেপিআইভুক্ত এলাকা এর আওতার বাইরে থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চকবাজার ট্র্যাজেডির অগ্নিকাণ্ডের প্রতিবেদন প্রায় প্রস্তুত। শিগগিরই তা প্রকাশ করা হবে।