
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতিকে ৫৬ হাজার ৯’শ ৪৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম হয়েছেন জাতীয়পার্টির মনোনীত প্রার্থী এ্যাড. মমতাজ উদদীন (লাঙ্গল)। তিনি পেয়েছেন ১০ হাজার ৩’শ ৮০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বজলার রহমান রাজা (আনারস) পেয়েছেন ১ হাজার ৭’শ ৫০ ভোট।
উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পুরুষ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন (টিউবওয়েল) ১৪ হাজার ১’শ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু রেজা মো. ফিরোজ কামাল চৌধুরী পলাশ (চশমা) পেয়েছেন ১২ হাজার ৮’শ ভোট। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আলমগীর মন্ডল (তালা) ১২ হাজার ৪’শ ১১ ভোট, শেখ ছামসুজ্জোহা আহমেদ হিটু (বই) ৭ হাজার ১শ’ ৩১ ভোট, আবুল কালাম আজাদ (বৈদ্যুতিক বাল্ব) ৬ হাজার ৭’শ ৩৮ ভোট, মমিরুল ইসলাম (উড়োজাহাজ) ৪ হাজার ৪’শ ৪৫ ভোট, হযরত আলী দুলাল (পালকি) ৪ হাজার ১’শ ৪২ ভোট, কেএম আনিছুর রহমান মানিক (টিয়াপাখি) ৩ হাজার ৬’শ ৭৭ ভোট, ও আশরাফুল ইসলাম (মাইক) ২ হাজার ৫’শ ৬২ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত আনোয়ারা বেগম (কলস) পেয়েছেন ২১ হাজার ৭’শ ২৪ ভোট। রিক্তা বেগম (ফুটবল) ১৬ হাজার ৫’শ ২৯ ভোট পেয়ে হয়েছেন নিকটতম। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আনোয়ারা বেগম (বৈদ্যুতিক পাখা) ৯ হাজার ৬’শ ৪১ ভোট, চন্দনা রানী রায় (হাঁস) ৯ হাজার ৫’শ ৩৮ ভোট, কোহিনুর আক্তার বানু (সেলাই মেশিন) ৬ হাজার ৩’শ ৬৭ ভোট ও শ্যামলী বেগম (পদ্মফুল) ৪ হাজার ৭২ ভোট পেয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলার ৯ ইউনিয়নে ভোটার ১ লাখ ৮৮ হাজার ১’শ ৫৯ জন। ৬৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলা কালীন কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।