
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে আবারো ওই চত্বরে সমেবেত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ চন্দ্র সাহা প্রমুখ ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর বিভাগের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।
সভায় পণ্য ক্রয়ের নিমিত্ত্বে সর্বস্তরের ভোক্তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টি একটি অপরিহার্য বিষয়। এক্ষেত্রে সুষ্ঠু আইন প্রয়োগের মাধ্যমে ওজনে কম দেয়া, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় প্রবণতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কোন বিকল্প নেই। বক্তারা এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে সার্বিক সহায়তাদানে রাজনৈতিকসহ স্থানীয় সমাজ সচেতনদের স্বতঃস্ফুর্ত এগিয়ে আসার আহবান জানান।