
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর পক্ষে ভোট প্রার্থনা করে দলীয় নেতাকর্মি ও সমর্থকরা বিশাল নির্বাচনি শো-ডাউন করে।
শুক্রবার বিকেলে মোটর সাইকেল বহরের বিশাল একটি শো-ডাউন এবং পায়ে হেঁটে পৃথক একটি মিছিল উপজেলা সদরসহ শহরতলীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেয়া নৌকার সমর্থকরা স্বতঃস্ফুর্ত নাচ-গানের তালে নৌকার বিভিন্ন শ্লোগানে-শ্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে উঠে।
এদিকে নির্বাচনি প্রচার-প্রচারনার ধারাবাহিকতায় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নৌকা মনোনীত প্রার্থী বিদ্যুৎ চৌধুরির সমর্থনে উপজেলা এলাকার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পৃথক উদ্যোগে মোটরসাইকেল শো-ডাউন, লিফলেট বিতরণ ছাড়াও নানামুখি প্রচারনা অব্যাহত চালিয়ে আসছেন।
এসব শো-ডাউন, মিছিল-মিটিং, সভা-সমাবেশ ও আলোচনা ছাড়াও নির্বাচনি গণসংযোগ সমূহে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ আওয়ামী লীগ সরকারের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে ভোটারদের আন্তরিক দো’আসহ নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন।