
গাইবান্ধার পলাশবাড়ীতে কবি জীবনানন্দ দাশের ১২০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ রামদেব সরকারের সভাপতিত্বে গত ২ মার্চ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিনের এদিন শনিবার সন্ধায় বিশ্ব সাহিত্য কেন্দ্র উপজেলা কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেজর (অবঃ) মো.মফিজুল হক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাফিজ দেওয়ান, পলাশবাড়ী সরকারী কলেজের প্রভাষক (অবঃ) নীহারেন্দ্র নাথ চৌধুরী কালিদাস,এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক মাহামুদা বেগম প্রমুখ।
আলোচনা পর্ব শেষে ‘অমর একুশে গ্রন্থমেলা’য় প্রকাশিত পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোস্তাফিজ দেওয়ানের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘অবশেষে’-এর সৌজন্য কপি উপস্থিত অতিথিদের মাঝে প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজের প্রভাষক নবীউল হাসান।