
উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারে অংশ নেয়ার অভিযোগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলকেও এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে এই চিঠি ডেপুটি স্পিকার ও সাংসদের কাছে পাঠানো হয়েছে।
স্পিকারের উদ্দেশে লেখা ইসির চিঠিতে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে জাতীয় সংসদের আসন গাইবান্ধা-৫-এর আওতাধীন সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ইসি আপনাকে ১৬ মার্চ (আজ শনিবার) সন্ধ্যা ছয়টার মধ্যে নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দিচ্ছে। সাংসদ সাইমুম সরওয়ারকেও একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে।