গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে প্রশ্নপত্র ফাসের সক্রিয় সদস্য শাওন মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ভোরে উপজেলার শাহেবগঞ্জের নরেঙ্গাবাদ এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। শাওন মন্ডল শহরগাছি আদর্শ ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ও এইচ এস সি পরীক্ষার্থী এবং ওই এলাকার আঃ ছামাদের ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার হাবীবুর রহমান জানান, শাওন মন্ডল ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে এসএসসিসহ বিভিন্ন পরীক্ষা ও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার কথা বলে প্রতারনা করে আসছিল।
সে আহসান খান নামে আইডি খুলে এসব প্রতারনা করতো। এমন তথ্যের সোমবার রাতে অভিযান চালিয়ে ভোর ৫ টায় তার মোবাইলসহ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রশ্নপত্র ফাস করে বিক্রি করার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্য অনুযায়ী র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।