
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামে নাজমুল ইসলাম (১৮) নামে এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেনির ছাত্র ও ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে নাজমুল ইসলাম সবার অজান্তে নিজ শয়ন ঘরে ধর্নার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আজ ২ ফেব্রয়ারী শনিবার সকালে নাজমুল ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ঘরের ধাক্কা দিয়ে দরজা খুলে দেখতে পায় সে ধর্নার সাথে রশি দিয়ে ঝুলিয়ে রয়েছে। তার আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।