
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টের উদ্দেশে করে বলেছেন, যে দলের নেতাদের ঝুঁকি নেয়ার সাহস নেই তাদের ভবিষ্যৎ অন্ধকার।
তিনি বলেন, বিএনপি’র আন্দোলনের ইস্যু তামাদি হয়ে গেছে। তারা আন্দোলনের ডাক দিলেও জনগণ সাড়া দেবে না। আজ সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।