
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, বিএনপি সংসদে না এলে ভুল করবে তা আত্মহত্যার সামিল হবে। নির্বাচনে অংশ নিয়ে তারা ৭ টি আসন পেয়েছেন। সংসদে এসে গঠন মূলক আলোচনার মাধ্যমে দেশ বাসিকে উদ্বুদ্ধ করতে পারবে। এতে করে তারা ৭ মাসে সংসদের বাইরে জন সভা করে- যে ভুমিকা রাখবে তা সংসদে এসে ৭ দিনে তার চেয়ে বেশি সুবিধা করতে পারবে।
তিনি আরোও বলেন, ১৯৭৩ সালে নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ৭ টি আসনে নির্বাচিত হয়ে তৎকালিন বিরোধী দল সংসদে এসে গঠন মূলক ভূমিকা রেখেছিল। দীর্ঘদিন পর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপির জাতীয় ঐক্যাফ্রন্টের ৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন – তারা সংসদে এসে জনগনের কথা তুলে ধরতে পারেন।
তিনি আজ ২ ফেব্রয়ারী শনিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া মিয়া বাড়ি মাঠে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের মানুষের শুভেচ্ছা বিনিময়কালে ডেপুটি স্পীকার একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন, আলহাজ¦ ছামছুজোহা, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, জেলা যুব লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনসহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পীকার বলেন, ফুলছড়ি উপজেলার বালাসী থেকে বাহাদুরাবাদের মধ্যে টানেল নির্মান হবে। এর ফলে উত্তাঞ্চলের আর্থ- সামাজিক উন্নয়ন ঘটবে। প্রাধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ইস্তেহারে প্রতিটি বাস্তবায়িত হবে।