
বগুড়ার শেরপুরে ইট বোঝাই ট্রাক উল্টে আমিরুল ইসলাম (৩৫) নামের এক হেলপার নিহত হয়েছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শেরপুর-ধুনট সড়কের বোয়ালকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম শেরপুরের রনবীরবালা গ্রামের রকিব উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, ধুনট থেকে একটি ইট বোঝাই ট্রাক শেরপুর যাবার পথে বোয়ালকান্দি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আমিরুল ইসলাম মারা যান।
এ ব্যাপারে শেরপুর থানার এসআই আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।