
মোঃ মোস্তফা মিয়া, পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১ নং চৈত্রকোল ইউনিয়নের চকবর খোদা গ্রামে প্রেমিকের বাড়ীতে অনশন করছেন প্রেমিকা।
জানা গেছে রামচন্দ্রপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে মোছাঃ রাশেদা বেগম (২৭) সে চকবর খোদা গ্রামের রহিম বকস্ এর ছেলে জুয়েল মিয়া (২৬) এর সাথে কয়েক বছর থেকে অবৈধ মেলামেশাসহ প্রেমের সর্ম্পক চলে আসছে।
তার এই প্রেমের কারণে প্রথম স্বামীর ৬ বৎসরের সুখের সংসার ভেঙ্গে যায়।
স্থানীয় সুত্রে জানাগেছে, প্রেমিকের বাড়ী ও আগের স্বামীর বাড়ী উক্ত উপজেলার একই গ্রামে।
আরো যানা গেছে, দুচরিত্র প্রেমিক জুয়েল বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে ৩৫ হাজার টাকা নেয় এবং প্রতিনিয়ত শারিরিক সর্ম্পকে লিপ্ত হয়।
অনেক দিন অতিবাহিত হওয়ার পর মেয়ে তাকে বিয়ের জন্য প্রস্তাব দিলে ছেলে বিভিন্ন তালবাহানায় বিষয়টি এড়িয়ে চলে।
এমতাবস্থায় রবিবার (১০ ফেব্রুয়ারী) সকাল বেলা মেয়ে ছেলের বাড়ীতে বিয়ের জন্য চলে আসে।
ছেলে পরিবারের লোকেরা মেয়েকে বাড়ীর বাহিরে বের করে দিয়ে গেট লক করে। পরে বিষয়টি এলাকার লোকজন জানাজানি হলেও এর কোন সঠিক সুরহা এখনও হয়নি। এই রির্পোট লেখা পর্যন্ত মেয়ে ছেলের বাড়ীতে এখনও (৮.৩০পি.এম) আছে।
মেয়ে বলেন , আমার মৃত্যু হলেও বিয়ে না করা পর্যন্ত আমি এখানেই অনশন করবো।
ছেলের পরিবারিক সুত্রে জানা গেছে, তারা মেয়েকে চেনেন না, মেয়ে তাদের ছেলেকে ফসানোর জন্য এরকম অনশন করতেছে আমরা তাকে মানি না।
মেয়ে বর্তমানে ইউপি সদস্যদের জিম¥ায় আছে।
বিষয়টি সর্ম্পকে অত্র ইউপি চেয়ারম্যানের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সর্ম্পকে আমাকে গ্রামের একজন মুঠোফোনে জানায় তবে কেউ আমার কাছে অভিযোগ করে নাই।