
গাইবান্ধার পলাশবাড়ীতে সম্ভাব্য মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী শ্রীমতি চন্দনা রাণী রায়-এর আহবানে তার নিজ বাসভবনে উপজেলার মহদীপুর গ্রামে আজ বুধবার দুপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চন্দনা রাণী তার লিখিত বক্তব্যে বলেন আমি ছাত্র জীবন থেকে লেখাপড়ার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আসছি। বর্তমানে আমি উপজেলা আওয়ামী মহিলা লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছি। এ ধারা অব্যাহত রাখতে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য মহিলা ভাইস-চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করছি। আশাকরি উপজেলাবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে পলাশবাড়ী উপজেলা তথা দেশ ও জাতির কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি পলাশবাড়ী উপজেলাবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সকল ভোটার ভাই-বোনদের মূল্যবান ভোট প্রত্যাশা করছি।
তিনি আরো জানান, আমার স্বামী মিঠু চন্দ্র মহুরী একজন সৎ, নিষ্ঠাবান ও ন্যায় পরায়ন ব্যক্তি আপনাদের আশির্বাদ পেলে আমি স্বামীর হাত ধরে আপনাদের সেবায় সদা সর্বদা নিজকে নিয়োজিত রাখবো।
এসময় সংবাদ সম্মেলনে শ্বশুর অবসপ্রাপ্ত শিক্ষক নগেন্দ্র নাথ সরকার, বিশিষ্ট সমাজসেবক খোকা চন্দ্র রায়, শ্বাশুরী মায়া রাণী রায়, স্বামী মিঠু চন্দ্র রায়, কল্যাণী রাণী, নিশি রায়সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।