
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়া প্রেসক্লাব (একাংশ) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল শনিবার জেলার দৌলতপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক দৈনিক কুষ্টিয়া প্রতিদিন সম্পাদক ও জিটিভি’র জেলা প্রতিনিধি সোহেল রানা, দৌলতপুর প্রেসক্লাব একাংশের সভাপতি সাংবাদিক এমএস শাহীন, ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরোমের নির্বাহী সদস্য ফ্রিল্যান্স সাংবাদিক তাশরিক সঞ্চয়, আনন্দ টিভির কুষ্টিয়া প্রতিনিধি ফিরোজ কায়সার,ভোরের কাগজের দৌলতপুর প্রতিনিধি এস আর সেলিম, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, সাংবাদিক আব্দুল আলীম সাচ্চু প্রমুখ। সঞ্চালনায় ছিলেন দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রনি আহম্মেদ। আরও বক্তব্য দেন, দৈনিক শিকলের দৌলতপুর প্রতিনিধি আব্দুল্লাহ বিন জোহানী তুহিন এবং কলকাতা টিভির দৌলতপুর প্রতিনিধি শোহানুর রহমান শিপন। এ সময় বক্তারা অবিলম্বে সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে আইসিটি আইনে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে মামলা প্রত্যাহার দাবি জানান। এ মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়। এছাড়া একই দাবিতে জেলার অপর পাঁচটি উপজেলাতেও গতকাল অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির খবর প্রকাশ করায় বিশেষ মহলের মদদে ওই শিক্ষক কুষ্টিয়া সদর থানায় সম্প্রতি সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লবসহ পাঁচজনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই মামলা করেন।