
দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুষ্টিয়ার দৌলতপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে। রাত ১২ টায় একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম সরওয়ার জাহান বাদশা ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ আফাজ উদ্দিন আহম্মেদের পক্ষ্যে আঃ রশিদ,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক সংসদ আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর পক্ষে এমরান হোসেন কলিন্স চৌধুরী,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুদ্দিন মোহন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজ,দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ সর্দার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের,জেলা পরিষদ সদস্যবৃন্দ, দৌলতপুর শিল্পকলা একাডেমীর পক্ষে সরকার আমিরুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবসহ উপজেলার অন্যান্য সরকারি- বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।