
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের একটি টিম ৪ জানুয়ারি দুপুরে গাইবান্ধা জেলার সাদু্ল্যাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ী পুবাইলের বিলে অভিযান চালিয়ে ৫ জুয়ারুকে আটক করেছে। আটককৃতরা হলেন, ১। মোঃ রুবেল মিয়া (৩৮), পিতা- মৃত আফতাব উদ্দিন, সাং- মধ্য ফুলবাড়ী, ২। মোঃ হারুন অর রশিদ (২৭), পিতা- মৃত খোলা মিয়া, সাং- পশ্চিম ফুলবাড়ী, ৩। মোঃ মেখলেছ শেখ (৪০), পিতা- মোঃ মুকুল শেখ, সাং- খোর্দ্দ কোমরপুর, ৪। মোঃ রাশেদুল শেখ (২৯), পিতা- মোঃ সাজু শেখ, সাং- পশ্চিম ফুলবাড়ী, ৫। মোঃ শরিফুল ইসলাম (৩৮), পিতা- মৃত নজির হোসেন, সাং- তালুক হরিদাস, সর্ব থানা- সাদুল্যাপুর, জেলা- গাইবান্ধাদের কে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
আটককৃত জুয়ারুদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে অর্থদন্ড প্রদান করেন।