ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে স্থানান্তরসহ ছয় দফা দাবিতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ৩০-৪০ জনের একটি মিছিল নিয়ে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় তারা ডাকসুর ভোটকেন্দ্র হলের বাইরে রাখার বিষয়ে যুক্তি তুলে ধরে বক্তব্য দিতে থাকেন।
ডাকসুর ভোটকেন্দ্র হলের স্থানান্তর করা, হলের মধ্যে সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণরুম ও গেস্টরুম নির্যাতন বন্ধ করা এবং প্রথম বর্ষ থেকে বৈধ সিটের ব্যবস্থা করা, নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে ক্লাসরুম ক্যাম্পেইনের সুযোগ দেওয়া, বিশ্ববিদ্যালয়ের উপচার্যের ক্ষমতার ভারসাম্য করা।