গাইবান্ধার গোবিন্দগঞ্জে লবন বোঝাই ট্রাকের চাপায় পিকআপের চালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।
গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্রগ্রাম থেকে আসা রংপুরগামী লবন বোঝাই একটি ট্রাক কালিতলা বাজার এলাকায় পৌঁছিলে হঠাৎ করেই সামনে থাকা টমেটো বোঝাই একটি পিকআপকে ধাক্কা দেয়। এক পর্যায়ে ট্রাকটি পিকআপের উপরে উঠে। এতে চাপা পড়ে পিকআপে থাকা চালক ঘটনাস্থলেই নিহত হন। এসময় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসেরকর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। এসময় ট্রাক ও পিকআপের নিচে চাপা পড়া চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করা হয়েছে। তবে পিকআপটি দুমড়ে মুচড়ে গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) সোহরাব হোসেন জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেস্টা চলছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পালিয়েছে। দূর্ঘটনায় কবলিত ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।