গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল, এএসআই আনিচ ও এএসআই সাইফুলের নেতৃত্বে মাদক মামলার আসামি জাকারিয়া খন্দকার(২৫) কে ৪২৩ পিস ইয়াবা ও ২০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।গতকাল ১লা ফেব্রুয়ারী রাত্রি ০৯.৩৫ ঘটিকার সময় উপজেলার সাপমারা ইউপির কাটা এলাকা হতে আটক করে। সে উপজেলার তরফকামাল গ্রামের হালিম খন্দকার এর ছেলে। উদ্ধার কৃত ইয়াবা ও হেরোইন এর মূল্য ১১ লক্ষ ২৬ হাজার ৯ শত টাকা। এ সংক্রান্তে বিষয়ে জাকারিয়ার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও তিনি বলেন, মাদকের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে।