মহান ২১ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী শহর প্রদক্ষিন করে উপজেলা বিডি হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন,মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সরকার,ওসি এ কেএম মেহেদী হাসান,পদোন্নতি প্রাপ্ত বিভাগীয় সমাজ সেবা সহকারী পরিচালক ইকবাল হোসেনের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মজিদুল ইসলাম,উপজেলা প্রকৌশলী ছাবের আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা ছাহেরা বানু,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওনক আক্তার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান বাবলু,ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহাম্মেদ,অধ্যক্ষ এ,এইচ, এম আহসান হাবীব প্রিন্স,উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক ফিরোজ খানুন নুন,সহকারী অধ্যাপক আবু তাহের,সাবেক প্রেসক্লাবের সভাপতি জাহেদুর রহমান টুকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রভাত ফেরি শেষে উপজেলা বিডি হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।এ প্রভাত ফেরী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।প্রভাত ফেরি শেষ আলোচনা সভায় শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।