গাইবান্ধার গোবিন্দগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক শিক্ষক জুলফিকার আলী বেলজিয়ামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ ১১ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টা থেকে উপজেলার কাটামোড় নামকস্থানে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নাগরিক কমিটির আয়োজনে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই ছাত্রীর বড় চাচা আজিবর রহমান, মা খাদিজা বেগম, দাদা হামেদ আলী, দাদী আনোয়ারা বেগম, নাগরিক কমিটির আহবায়ক এম.এ মতিন মোল্লা, যুগ্ম আহবায়ক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, সাপমারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামীম রেজা মন্টু, সিপিবি সভাপতি তাজুল ইসলাম, জে.এস.ডি সভাপতি আইযুব হোসেন, সাধারণ সম্পাদক আলী আজগর আরজ, জাসদ সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম রফিক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেত্রী জান্নাত হাসি প্রমুখ।
উক্ত মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুরা মায়ের কাছে যেমন নিরাপদ তেমনি একজন শিক্ষকের কাছেও নিরাপদ। কিন্তু যারা শিশুদের শিক্ষাদান করে থাকেন তাদের দ্বারা এমন নির্যাতন অত্যন্ত দুঃখজনক। এমন নেক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা।
উল্লেখ্য, উপজেলার সাহেবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কয়ার প্রি-ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক বেলজিয়াম কোচিং সেন্টার খুলে দীর্ঘদিন ধরে কোচিং বানিজ্য করে আসছিল। এরই এক পর্যায়ে শুক্রবার কোচিং সেন্টারে অধ্যায়নরত পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে কোচিং শেষে কৌশলে ধর্ষণের চেষ্টা করে। এর এক পর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে অবস্থা বেগতিক দেখে বেলজিয়াম ছাত্রীটিকে কোচিং ক্লাশের এক পাশে লুকিয়ে রাখে।
এদিকে কোচিংয়ের সময় শেষ হওয়ার পরেও মেয়েটি বাড়িতে না ফিরলে তার মা কোচিং সেন্টারে খোঁজ নিতে যায়। কিন্তু শিক্ষক বেলজিয়ামের উল্টোপাল্টা কথায় মেয়েটির মায়ের সন্দেহ হলে লোকজন সহ কোচিং সেন্টারের ক্লাশ রুমে প্রবেশ করে বিব্রতকর অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় উত্তেজিত লোকজন লম্পট বেলজিয়ামকে বেদম মারপিট করে স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলজিয়ামকে আটক করে থানায় নিয়ে আসে। উক্ত ঘটনার পর স্থানীয় জনতা লম্পট বেলজিয়ামের বিচারের দাবিতে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে উত্তেজিত জনতাকে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। বেলজিয়াম সাপমারা ইউনিয়নের তরফমনু গ্রামের আব্দুল বাকি সরকারের ছেলে। বেলজিয়ামের বাবা মা দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, শিশুটিকে ডাক্তারি পরিক্ষা করানো হয়েছে। রিপোর্ট আসলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ওই দিন শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত শিক্ষককে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।