সারা দেশের ন্যায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
গতকাল শুক্রবার রাতে এসআই সিদ্দিক, এস আই মমিরুল ও এএসআই আনিচ এর নেতৃত্বে ফুলবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার এলাকা থেকে মাদক মামলার আসামি রফরফ এলাহী(৩৪) ।উক্ত ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবা সহ আটক করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি রফরফ এলাহী(৩৪) গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের শাহ আলমের ছেলে।
উদ্ধার কৃত ইয়াবা এর মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। এ সংক্রান্তে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান।