গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামিলীগের মনোনীত প্রার্থী আব্দুল লতিফ প্রধানের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামীলীগের এক সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার,সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান বাবলু ও আওয়ামিলীগের মনোনীত প্রার্থী আব্দুল লতিফ প্রধান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল সাধারণ সম্পাদক আবু জাফর সাবুসহ বিভিন্ন ইলেকট্রনিকস,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আতাউর রহমান সরকার বলেন লতিফ প্রধানের বিরুদ্ধে যেসকল অভিযোগ তুলে বিভিন্ন পেপার পত্রিকায় প্রকাশ করা হচ্ছে সেগুলো ভিত্তিহীন। তিনি বলেন মনোনয়ন বঞ্চিতরা এসকল ষড়যন্ত্র করে আওয়ামীলীগের প্রার্থীকে বিতর্কীত করে আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।এরপর তিনি ষড়যন্ত্র পরিহার করে স্বচ্ছ রাজনীতি করার আহ্বান জানান।
তিনি আরও বলেন লতিফ প্রধান আওয়ামী পরিবারের সন্তান তার বড় ভাই প্রয়াত ছাত্রনেতা আব্দুল আজিজ আমার সাথে ছাত্র রাজনীতি করেছে।পরিশেষ তিনি সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এসময় লতিফ প্রধান বলেন আমি ৯০ দশক থেকে ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে দীর্ঘ ৩০ বছর আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং ছাত্রলীগ সাধারণ সম্পাদক সেচ্ছাসেবকলীগের সভাপতি বর্তমান আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।
এসময় তিনি আরও বলেন আমি ২০০৩ সাল থেকে বর্তমান সময়ে সেচ্ছায় পদত্যাগের আগ পর্যন্ত মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় ২০১৪ সালে দলীয় সমর্থনে চতুর্থ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করে সামান্য ভোটে হেরে যাই।তিনি বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে আমি যুদ্ধ অপরাধীর বিচারে বাধাগ্রস্থ করছি এটা ভিত্তিহীন এখানে ঐ মামলার সাক্ষী ও বাদী পক্ষ উপস্থিত আছে তাদের মুখেই আপনারা শুনে নিন,তিনি আরও বলেন আমাকে বিতর্কীত করে আমার ও আমার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।
এসময় উক্ত সংবাদ সম্মেলনে যে যুদ্ধাপরাধীর মামলায় লতিফ প্রধানের বিরুদ্ধে তদন্ত সংস্থা কর্মকর্তা তদন্ত কাজে বাধাগ্রস্তের অভিযোগ উঠেছে উক্ত মামলার সাক্ষী ও বাদী পক্ষের বক্তব্য নেওয়া হয়।