গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালতলা দ্বিমুখী উচচ বিদ্যালয় বিদ্যালয়ে আসবাবপত্র ভাংচুর ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যামামলা দায়ের করার প্রতিবাদে এবং প্রধান শিক্ষকের মুক্তিদাবীতে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালতলা দ্বিমুখী উচচ বিদ্যালয় চত্বরে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন তালতলা দ্বি-মুখী উচচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হালিম আকন্দ, সহকারি শিক্ষক আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, কহিনুর বেগম, সুলতানা বেগম ও খালেদা আকতার প্রমূখ। এসময় বক্তরা বলেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা অভিযোগ এনে তাকে পুলিশে সোর্পদ ও বিদ্যালয়ে হামলা ভাঙ্গচুর করা হয়। অবিলম্বে ভাঙ্গচুরকারীদের শাস্তি ও প্রধানশিক্ষককে মুক্তি দেয়া হোক। অন্যাথায় আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য,গত ৩ ফ্রেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার বিদ্যালয় কক্ষে এক ছাত্রীর সাথে প্রধান শিক্ষক অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা অফিস কক্ষে তালা ঝুলে দিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও ওই ছাত্রীকে থানায় আসে। রাতেই ছাত্রীকে তার পিতার জিম্মায় দেয়া হয় এবং পরদিন ওই প্রধান শিক্ষককে ৫৪ ধারার মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।