
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বৃহস্পতিবার সকালে অফিসে আসার পথে এক অসহায় শীতার্ত বৃদ্ধা মহিলাকে দেখে তাকে অফিসে নিয়ে এসে কম্বল ও আর্থিক সাহায্য প্রদান করেন।
জেলা প্রশাসক মো. আবদুল মতিন যোগদানের পর থেকে প্রতিটি কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। নিজ দায়-দায়িত্বের পাশাপাশি তিনি জেলার উন্নয়নে প্রতিটি কাজে গ্রাম-গ্রামান্তরে ছুটে বেড়াচ্ছেন। সরকারের উন্নয়ন ধারবািহকতা রক্ষায় গঠনমূলক পরামর্শ প্রদানসহ গণশুণানিতে জনসাধারণের সমস্যা শুনে সমাধানে পদক্ষেপগ্রহণ ছাড়াও সরকারি সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়সহ সকল ক্ষেত্রে তিনি ইতোমধ্যে দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে আস্থা অর্জন সর্বস্তরে করেছেন।
তিনি বৃহস্পতিবার অফিসে আসার পথে এক অসহায় শীতার্ত বৃদ্ধা মহিলাকে রাস্তায় দেখে তিনি গাড়ি থামিয়ে নেমে মায়ের মমতায় অফিসে আনার ব্যবস্থা করেন। পরে ওই বৃদ্ধা মহিলাকে একটি কম্বল নিজ হাতে গায়ে জড়িয়ে দেন এবং আর্থিক সাহায্য প্রদান করেন। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা হয়ে তিনি যে আন্তরিক মমত্ববোধ ও দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন তাতে সত্যিই আমাদেরকে এবং জেলাবাসীকে অভিভূত করেছে।