
গাইবান্ধায় স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন সামাজিক সুরক্ষা কর্মসুচীর ভুমিকা শীর্ষক আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে এসকেএস ইন মিলানায়তনে সংলাপে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, সিপিডির সম্মানিত ফেলো ড.দেবপ্রিয় ভট্রাচার্য, অক্সফ্যাম বাংলাদেশের খালিদ হোসেন, এসডিজি বাস্তবায়নে জনসম্পৃক্ততা তুলে ধরেন। এ সময় সাংবাদিক শামীম আল সাম্য ,আফরোজা লুনা,চরা লের জনপ্রতিনিধিসহ স্থানীয় সমাজকর্মীরা বক্তব্য রাখেন।
বলা হয় যখন বাংলাদেশ ২০৩০ নাগাদ একটি উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ নিয়ে অগ্রযাত্রা শুরু করে দিয়েছে। উন্নয়নের বৈশিক এই এজেন্ডাটি গৃহিত হওয়ার পরে বাংলাদেশ তার উন্নয়ন নীতি মালাতে এসডিজির অগ্রাধিকার গুলোকে ইতিমধ্যে অন্তভুক্তি করে নিয়েছে।