
একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ করে এর প্রতিবাদে বুকে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বুধবার বেলা ৩টা টা থেকে শুরু হয়ে চারটার কিছুপর শেষ হয়।
মানববন্ধনে বক্তারা একাদশ সংসদ নির্বাচনের আগের রাতেই আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সহায়তায় ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ করে অবিলম্বে নতুন নির্বাচন দাবি করেন। দেশের মানুষ নির্বাচন মেনে নেয়নি দাবি করে নেতারা বলেন, প্রহসনের এই নির্বাচন জাতির জন্য একটি কলঙ্ক হয়ে থাকবে।