
‘জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিদিন এক হাজার করে মহিলা নেত্রীরা দাঁড়ালে ১ মাসের মধ্যে খালেদা জিয়া কারাগার থেকে বাইরে আসবেন’ বলে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশব্যাপী নেতাকর্মীদের মুক্তির দাবি উপলক্ষে’ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্রকে মুক্ত করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এজন্য শুধু সরকার নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থায় ওপরে পরে থাকলে হবে না। তাই আজকে আমি মনে করি, বিএনপি এবং তাদের মহিলা দলের অনেক বেশী দায়িত্ব আছে। তারা যা করছে সেটা যথেষ্ট না। প্রতিদিন এক হাজার মহিলা নিয়ে আসেন, তাহলে এক মাসের মধ্যে আমাদের খালেদা জিয়া বাইরে আসতে পারবেন।