
মাত্র তিনটে ছবি করেছেন এখনও পর্যন্ত। তবে ইতিমধ্যেই দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নায়িকা।
সম্প্রতি সংবাদের শিরোনামে এসেছিলেন অন্য একটি কারণে। ভারতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে এই নায়িকার সম্পর্ক রয়েছে, গুঞ্জন ছিল এমনটাই।
এর পরই তেলুগু ছবির জগতে প্রবেশ। প্রথমেই নাগা চৈতন্যর বিপরীতে অভিনয় করেছিলেন নিধি। ছবিটি জনপ্রিয়তা পায়।
চলতি বছর ‘মিস্টার মঞ্জু’ ছবিটিও দর্শকের প্রশংসা পাবে বলেই মনে করা হচ্ছে।
এর পর ‘আই স্মার্ট শঙ্কর’ নামে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। রাম পথিতেনির সঙ্গে এটি তাঁর প্রথম কাজ।
বলিউডেও একটি ছবিতে সই করেছেন তিনি। ‘টয়লেট এক প্রেমকথা’র পরিচালক শ্রী নারায়ণ সিংয়ের সঙ্গে কাজ করার কথা তাঁর।