
নিজের কাজ করুন।যে দায়িত্বে আছেন ভালো ভাবে পালন করুন তাহলেই ভারত এগিয়ে যাবে। বিশ্বের দরবারে ভারত একা মাথা তুলে দাঁড়াবে, সমস্ত দায়িত্ব পালন করবে, একাই লড়বে এবং একাই জিতবে । শত্রুপক্ষ যখন সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে তখন ধরে নেওয়া যায় তারা ভারতের উন্নয়নকে স্তব্ধ করে দিতে চায়। আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে থাকা। আমাদের সেনা জওয়ানদের প্রতিও দায়িত্ব পালন করা উচিত। কোনও ভাবেই যাতে উন্নত স্তব্ধ না হয়ে যায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে।
বুথ কর্মীদের বুথ যোদ্ধা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনি যদি নিজের বুথে জিততে পারেন, যদি মানুষের হৃদয় জয় করতে পারেন আহলে জানবেন আপনি সরাসরি দেশের কাজ করছেন।
সাম্প্রতিক পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস থেকে শুরু করে আপের মতো বিরোধী দল গুলি। কংগ্রেস মুখপাত্র এনডিটিভিকে জানিয়েছেন, এখন দেশ সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে।
পাইলটকে দেশে ফিরিয়ে আনতে হবে। সবাই তাঁকে নিয়ে ভাবছেন আর আপনি (প্রধানমন্ত্রী) দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার জন্য চিন্তিত! পুলওয়ামার জঙ্গি হামলার পরই সরকারের পাশে থাকার বার্তা দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডও স্থগিত করে দেয় কংগ্রেস। আজ কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠক বাতিল হয়ে গিয়েছে। তাছাড়া আজ-ই ২১ টি বিরোধী দলের বৈঠক ডাকা হয়েছিল তাও হচ্ছে না।
মোদীর সমালোচনা করেছেন আপ নেতা সঞ্জয় সিংও। টুইটে তিনি লেখেন, সমস্ত বিরোধী দল জাতীয় নিরাপত্তা নিয়ে ভাবিত। দিল্লির মুখ্যমন্ত্রী রাজ্যের ক্ষমতা বাড়াতে যে অনশন করবেন বলে জানিয়েছিলেন তা বাতিল হয়ে গিয়েছে। কংগ্রেসও কার্যনির্বাহী সমিতির বৈঠক করছে না। আর এই সময়ে বুথ কর্মীদের সঙ্গে কথা বলে সংগঠনকে শক্তপোক্ত করার কাজ করছেন মোদীজি! সূত্র: এনডিটিভি