
মোঃ মোস্তফা মিয়া, পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:
পীরগঞ্জে পৃথক স্থানে ৪ নং কুমেদপুর ও ৬ নং টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় শিশুসহ ২জনের মৃত্যু ও আহত ৩জন।
গতকাল ২৫ ফেব্রুয়ারী (সোমবার) বিকালবেলা কুমদেপুর এবং দুপুর আনুমানিক ২ ঘটিকায় গোপিনাথপুর উক্ত সড়ক দূঘটনা দুটি ঘটে।
কুমেদপুরের নারিশের সামনে (নছিম উদ্দিনের বাড়ীর সামনে) ২টি মোটর সাইকেলে ৪জন আরোহী গরুবহনকারী নছিমনের চাকায় পিষ্ঠ হয় একজন ঘটনাস্থলেই মারা যায়, অন্য তিনজন গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
পীরগঞ্জ থানার এসআই মিলনের বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে আহতদের দ্রুত মেডিক্যাল পাঠাই। আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। এখন পর্যন্ত কোন মামলা হয় নাই। মোটরসাইকেল আরোহী ৪জনেরই বাসা গাইবান্ধা ও দিনাজপুরের ঘোড়াঘাট। মোটর সাইকেল দুইটি উদ্ধার করে থানায় রাখা হয়।
অপরদিকে গোপিনাথপুর নামক স্থানে পীরগঞ্জ টু দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে রহেদুল মিয়ার একমাত্র কন্যা রিফা(৯) ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় নিহত হয়।
জানাজায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইক চালক মধু মিয়া জানান ফাকা রাস্তা ছিল সে সময় ৩ টি বাচ্চা দৌড়ে আসলে এ বাচ্চা টির তার পরনের কপড় সামনের চাকার সাথে জরানো অবস্থায় কিছু দুরে যায়। এলাকাবাসী রিফা মনিকে চাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
মুঠো ফোনে যোগাযোগ করা হলে চালক মধু মিয়া জানান তার বাড়ী দিনাজপুর জেলার বিরামপুর উপেজলার কাজী পাড়ায়।
ঘটনাস্থালে পীরগঞ্জ থানার পুলিশ দূর্ঘটনাস্থলে পরিদর্শন করে।