
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎকে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মঙ্গলবার পলাশবাড়ীতে পৌঁছিলে হাজার হাজার নেতাকর্মী মোটর সাইকেল শোডাউনসহ তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।
তিনি মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী সীমানায় পৌঁছলে প্রথমে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। এরপর বিশাল মোটর সাইকেলের শোডাউনের মাধ্যমে বেষ্টিত করে পলাশবাড়ী স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে পৌঁছে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, এনামুল হক মকবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম লালু, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ ফরিদ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ সামসুজ্জোহা আহম্মেদ হিটু ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।