
সারাদেশের ন্যায় গাইবান্ধার এ বৎসরে গাইবান্ধা জেলায় ৭ টি উপজেলায় মোট ৭২ টি কেন্দ্রে এস এসসি ,দাখিল ও ভোকেশনাল শাখায় মোট ৩৫ হাজার ১ শত ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আজ প্রথম দিন সকাল ১০ টা হতে শুরু করে টানা ১ টা পর্যন্ত পরীক্ষা অনষ্ঠিত হয় । এ পরীক্ষা কে ঘিরে কোথায় কোন অপ্রীর্তিকর ঘটনা ঘটেনি আইন শৃংখলা রক্ষা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সর্বদা দায়িত্ব পালন করেছেন।
এদিকে জেলার পলাশবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৯ সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও একটি মাত্র কেন্দ্রে গত সালের প্রশ্ন বিতরণ করে পরীক্ষা নেওয়ায় কেন্দ্রে সচিব শফিকুল ইসলাম বিএসসি ওএকাডেমিক সুপারভাইজার হুমায়ূণ কবির কে শোকজ করা হয়েছে । এ বৎসরে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৯ টি ইউনিয়নে মোট ৬ টি কেন্দ্রে এস এসসি ,দাখিল ও ভোকেশনাল শাখায় মোট ৪ হাজার ১ শত ১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আজ প্রথম দিন সকাল ১০ টা হতে শুরু করে টানা ১ টা পর্যন্ত পরীক্ষা অনষ্ঠিত হয় ।
গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার বাসুদেব পুর সিকে স্কুল এন্ড কলেজ,পলাশবাড়ী এসএম পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়,পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ টি কেন্দ্রে মধ্যে ৫ টিতে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলেও পলাশবাড়ীর ফকিরহাট দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে গত সালে প্রশ্ন দিয়ে ১১৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ায় হয়। কয়েকজন পরীক্ষার্থী আগে এ প্রশ্নে পরীক্ষা দিয়ে কেন্দ্র ত্যাগ করায় এসব পরীক্ষার্থীর অভিভাবকগণ নানা দ্বিধাদ্বন্দে ভুগছেন। এঘটনায় কেন্দ্র সচিব শফিকুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার হুমায়ণ কবিরকে শোকজ করা হয়েছে।
আরো জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট দ্বিমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা ২ ফেব্রুয়ারি শনিবার প্রথম দিন বাংলা ১মপত্র পরীক্ষায় ভুল প্রশ্নপত্র দিয়ে ১১০ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। পরে পরীক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারলে কেন্দ্র সচিবকে জানায়। ঘটনাটি একপর্যায়ে জানাজানি হলে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। পরে কেন্দ্র সচিব শফিকুল ইসলাম ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার হুমায়ন কবির কে শো-কোজ করেন এবং পরে ১১০ জন পরীক্ষার্থীর পূনরায় পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন।